বাঙ্গালী
জাতির
পরিচয়
কি?
|
উঃ শংকর জাতি হিসেবে।
|
বাংলা
ভূ-খন্ডের জনপদগুলোর নাম কি?
|
উঃ গৌড়-(পুন্ড্র, বরেন্দ্রীয়,
রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি,
সমতট), বঙ্গ-(বাঙ্গাল, হরিকেল)
|
রাজা
শাশাঙ্কের
শাসনামলের
পর
বঙ্গ
দেশ
কয়টি
জনপদে
বিভক্ত
ছিল?
|
উঃ ৩টি।
যথা: পুন্ড্র,
গৌড়, বঙ্গ।
|
প্রাচীন
জনপদ
পুন্ড্রের
রাজধানীর
ধ্বংশাবশেষ
বর্তমান
বাংলাদেশের
কোথায়
পাওয়া
যায়?
|
উঃ বগুড়া
জেলার মহাস্থানগড়ে।
|
দেশবাচক
নাম
হিসেবে
বাংলা
শব্দের
ব্যবহার
কখন
প্রয়োগ
হয়?
|
উঃ মুসলিম
শাসনামলের প্রথম
দিকে।
|
সম্রাট
আকবরের
আমলে
সমগ্র
বঙ্গদেশ
কি
নামে
পরিচিত
ছিল?
|
উঃ সুবহ-ই-বাঙ্গালাহ
নামে।
|
Bengla এবং Bengal কোন শব্দের রূপান্তর?
|
উঃ ফরাসী
’বাঙ্গালাহ’ শব্দের।
|
কোন
গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
|
উঃ আইন-ই-আকবরী
গ্রন্থে।
|
সমগ্র
বাংলাদেশ
’বঙ্গ’
নামে
ঐক্যবদ্ধ
হয়
কোন
আমলে?
|
উঃ
পাঠান
আমলে।
|
প্রাচীন
কর্ণসুবর্ণ
বলতে
কোন
আঞ্চলকে
বুঝায়?
|
উঃ
মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।
|
আর্যগণ
কবে
বাংলাদেশে
আগমন
করে?
|
উঃ
২০০০
খ্রিঃ
পূর্বাব্দে।
|
আর্যগণ
আগমনের
পূর্বে
এ
দেশে
কাদের
বসবাস
ছিল?
|
উঃ
অনার্যদের।
|
চীনা
পরিব্রাজক
হিউ-এন-সাঙ কবে বাংলায় আগমন করেন?
|
উঃ
সপ্তম
দশকে।
|
বাংলার
শাসন
পদ্ধতি
সুস্পষ্ট
বিবরণ পাওয়া যায় কোন যুগে?
|
উঃ
গুপ্ত
যুগে।
|
কোন
সম্রাটের
আমলে
এ
দেশে
বৌদ্ধ
ধর্মের
প্রসার
ঘটে?
|
উঃ
সম্রাট
অশোকের
আমলে।
|
প্রাচীন
সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
|
উঃ
এশিয়া
ও
আফ্রিকা
মহাদেশে।
|
প্রাচীন
বাংলাদেশে
কয়টি
জনপদে
বিভক্ত
ছিল?
|
উঃ
৩
টি
জনপদে।
|
আর্যদের
ধর্মগ্রন্থের নাম কি?
|
উঃ
বেদ।
|
বৈদিক
যুগের
শিক্ষার
ভাষা
কি
ছিল?
|
উঃ
সংস্কৃত।
|
বাংলার
আদি
জনগোষ্ঠির
কোন
ভাষা
ছিল?
|
উঃ
অষ্ট্রিক।
|
সিন্ধু
সভ্যতা
কোন
যুগের?
|
উঃ
তাম্র
যুগের।
|
সিন্ধু
সভ্যতা
কখন
আবিস্কার
হয়?
|
উঃ
১৯২২
সালে।
|
গৌতম
বুদ্ধের
জন্মস্থান কোথায়?
|
উঃ
লুম্বিনী
(নেপালে)।
|
প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে?
|
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
|
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
|
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
|
সর্বশেষ মৌর্য সম্রাট কে?
|
উঃ বৃহদ্রথ।
|
দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল?
|
উঃ বিক্রামাদিত্য।
|
চীনা বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন কোন রাজার আমলে?
|
উঃ হর্ষবর্ধন।
|
ভারত বর্ষ থেকে কোন রাজন্য গ্রীকদের বিতাড়িত করেন?
|
উঃ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত।
|
চন্দ্রগুপ্ত কোন বংশের রাজাকে পরাজিত করে মগদ দখল করেন?
|
উঃ নন্দবংশের শেষ
রাজাকে।
|
ইন্ডিকা (Indika) নামক বিবরনমূলক গ্রন্থের লেখক কে?
|
উঃ মেগাস্থিনিস।
|
’অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক কে?
|
উঃ কৌটিল্য।
|
কৌটিল্য আসলে কে?
|
উঃ চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও
সাহায্যকারী
চানক্য ও বিষ্ণুগুপ্ত।
|
মৌর্য সম্রাট কার পুত্র?
|
উঃ বিন্দু সাবের।
|
অশোক কলিঙ্গ জয়ে বের হন কত খ্রিষ্ট পূর্বাব্দে?
|
উঃ ২৬০ খ্রিষ্ট পূর্বাব্দে।
|
মৌর্য যুগের বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
|
উঃ পুন্ড্রনগর।
|
গুপ্ত বংশ
গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
|
উঃ শ্রী প্রথম চন্দ্রগুপ্ত।
|
গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয় কবে?
|
উঃ ৩২০ খিঃ
পূর্বাব্দে।
|
গুপ্তযুগের বঙ্গের ভাগ কয়টি?
|
উঃ দুটি।
|
গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন?
|
উঃ প্রথম চন্দ্রবংশ গুপ্ত।
|
গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা কে?
|
উঃ সমুদ্রগুপ্ত।
|
সিংহ বিক্রম কার উপাধী ছিল?
|
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
|
অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃষ্টি?
|
উঃ গুপ্তযুগের।
|
গুপ্তবংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়?
|
উঃ সমুদ্রগুপ্তকে।
|
সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন?
|
উঃ ফা-ইয়েন।
|
ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন?
|
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের
আমলে।
|
ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল?
|
উঃ বৌদ্ধ ধর্মপুস্তক ’বিনায়াপিটক’এর
মূল রচনা সংগ্রহ করা।
|
ফা-হিয়েন কত বছর ভারতবর্ষ অবস্থান করেন?
|
উঃ তিন বছর।
|
গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন?
|
উঃ স্কন্দগুপ্ত বিক্রমাদিত্যের জীবনাবসনে।
|
কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন?
|
উঃ খ্রীস্টপূর্ব ৩২৭
অব্দে।
|
আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন?
|
উঃ এরিস্টটল।
|